নাটোরের লালপুরে মাক্স না পড়ায় আট জনের জরিমানা

0
667

নাটোর কণ্ঠ,

নাটোরের লালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে মুখে মাস্ক না পড়ায় ৮জন কে ২০০ টাকা করে ১৬০০শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার দুপুরে উপজেলার লালপুর ও কচুয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুুল বানীন দ্যুতির ভ্রাম্যমান আদালত ।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি জানান, ‘সরকারী স্বাস্থ্যবিধির মধ্যে বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ মুখে মাস্ক ছাড়াই বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে কচুয়া ও লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ করোনা ভাইরাস সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় ৮জন কে ১৬০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। করোনা ভাইরাস সংক্রামন রোধে নিয়োমিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

নাটোর ট্রমা সেন্টার

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দরিদ্র ও মেধাবী দুই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা জেলা প্রশাসকের
পরবর্তী নিবন্ধচিরকালীন -কবি ছন্দা দাশ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে