চিরকালীন -কবি ছন্দা দাশ‘এর কবিতা

0
521
Chhanda Das

চিরকালীন

কবি ছন্দা দাশ

তুই কি আমার সেই দেখা
এক সবুজ পাতা?
অবুঝ মনের, অবাক চোখের
ভালো লাগায়
ঘোর লাগা এক নির্জনতা?
তুই কি প্রথম মোহন বাঁশির
সুরের ছোঁয়ায় বাজিয়েছিলি?
অন্য আলোয় মন হারানো
বাঁশরীতে
হৃদয় আমার দুলিয়েছিলি?
তখন আমি জানি নাই তো
কে ছিলি তুই, আমিই বা কে?
অলক্ষ্যে কেউ ফাঁদ পেতেছে
অন্তরালে
জানি নাই সে অজানারে।
আজকে যখন পথের মাঝে
হঠাৎ দেখা পূরবীতে।
ক্লান্ত চোখের নিবিড়তায়
মর্মরে সুর
উঠলো বেজে গভীর গোপন বেদনাতে।
তুই যে আমার শেষ বেলাকার
প্রথম আলোর শেষের পাতা।
সুর ছিল না, গন্ধ ও নেই
শুধুই স্মৃতি
খুঁজে ফিরি সে নির্জনতা।

Advertisement
উৎসChhanda Das
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে মাক্স না পড়ায় আট জনের জরিমানা
পরবর্তী নিবন্ধভাগ্যের কৃতদাস -কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে