নাটোরের সিংড়ায় জমি বিরোধ, প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

0
201

সিংড়া, নাটোর কণ্ঠ:

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত নাছিমা (৪০) বেগমকে প্রথমে সংিড়া ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর সাথে প্রতিবেশী তৈয়ব আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার বেলা ৩ টার এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দিকে আইয়ুব ও তৌহিদুল ঐ বাড়ির সীমানায় প্রবেশ করে নাছিমার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। এসময় নাছিমার পুত্র নাঈম এগিয়ে আসলে তাঁকেও বেদম মারপিট করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে নাছিমার পিতা লোকমান হোসেন বাদী হয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর পুলিশ জানায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীর উত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে যখম
পরবর্তী নিবন্ধনাটোরের বনপাড়ায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, জীবনের নিরাপত্তা দাবী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে