নাটোরের হালতি বিলে ধান কাটা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

0
559

নাটোর কণ্ঠ: নাটোরের নলডাঙ্গা  উপজেলার হালতির বিলে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আজ মঙ্গলবার দুপুরে হালতির বিল এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন জেলা হতে আগত কৃষি শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলেন। এছাড়া  হালতি বিলে ধান কাটা, শ্রমিকদের যাতাযাত, পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে মালিক, শ্রমিদের সাথে কথা বলেন এবং কৃষি শ্রমিকদের মাঝে মাক্স বিতরন ও ধান কাটা শ্রমিকদের ইফতারি করানোর জন্য ৩০০০ টাকা প্রদান করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক,নাটোর। সঙ্গে ছিলেন উপ-পরিচালক,কৃষি সম্প্রসারন, নাটোর, বিজ্ঞ পিপি ও উপজেলা নির্বাহী অফিসার,নলডাঙ্গা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগনস্বাস্হ্যের কীটের বিষয়ে হাইকোর্ট বিভাগের স্বত:প্রণোদিত হস্তক্ষেপ চাইলেন এ্যাড: ইউসুফ আলী
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় আগুনে পুড়ে গেল গরিব কৃষকের গরু ছাগল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে