নাটোর মসজিদ মার্কেটে বেশি দামে মোবাইল বিক্রি করায় জরিমানা

0
781
Mobial

নাটোর কণ্ঠ: নাটোর মসজিদ মার্কেটে অভিযান চালিয়ে বেশি দামের মোবাইল বিক্রি করার অপরাধে দোকানের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র কানাইখালি বাসষ্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মোবাইলের সঠিক মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ায় ভোক্তা অধিকার আইনে মসজিদ মার্কেটের মোবাইল পার্ক নামের শোরুম এর মালিক বিশ্বনাথ দাস কে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর চাউল পট্টি তে হানা দেয় মোবাইল কোর্ট এ সময় অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআজ সেলিম আল দীনের জন্মদিন।শুভ জন্মদিন হে শিল্পতীর্থপথের সন্ধানদাতা – স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধনাটোরে অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে