নাটোরে আইইডি’র খাদ্য সহায়তা বিতরণ

0
148
0000

নাটোর কন্ঠ : করোনাকালীন সময়ে নাটোরে অসহায় দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) আয়োজন ও সহযোগীতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, আইইডি’র নাটোর জেলা আইপি ফেলো কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, আদিবাসী যুব পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি হেমন্ত পাহান, প্রাণী সম্পদ অধিদপ্তর নাটোর সদর উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর গজেন্দ্রনাথ ক্ষত্রিয়, এইচআরডি সদস্য সুজল পাহান, গৌর পাহান প্রমূখ।

এসময় ১০০ জন অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ টি লাইফবয়, ১টি হুইল সাবান বিতরণ করা হয়।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদেরকে চাকরীর সুপারিশ করাসহ জমি দখল, বাড়ী নির্মানসহ যেকোন ধরণের সহায়তা প্রদান ও সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়া পৌর উন্নয়ন পরিকল্পনায় মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে