নাটোরে ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

0
343

নাটোর কন্ঠ : নাটোর জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এক দিনে করোনা সংক্রমণ ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ শতাংশ।

এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

nATORE KANTHO

এদিকে পরিস্থিতি মোকাবিলায় তৃতীয় দফা কঠোর বিধিনিষেধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদস্যরা মাঠে তৎপরতা বাড়িয়েছেন। ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সক্রিয় এনজিওগুলোকে ঋণের কিস্তি আদায় না করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আব্দুল মালেকের সই করা চিঠিতে বলা হয়েছে, কঠোর বিধিনিষেধের কারণে সাধারণ জনগণের আয়-উপার্জনের কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালে এনজিওগুলোকে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় কার্যক্রম বন্ধ রাখতে হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজনবান্ধন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ
পরবর্তী নিবন্ধকবি লিটন রাকিব- এর চারটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে