নাটোরে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের নাটোরকন্ঠের শুভেচ্ছা অভিনন্দন

0
529
SSC

নাটোরকন্ঠ: এবারের ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নাটোর জেলার জন্য সম্মান জনক ফলাফল এনে দেয়ায় নাটোরকন্ঠের পক্ষ থেকে সকল কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

এক নজরে ফলাফলের পরিসংখ্যান

এবার জেলায় পাশের হার ৯০ দশমিক ৪২ শতাংশ যা রাজশাহী বোর্ডে ৪র্থ তম অবস্থান এনে দিয়েছে। আর জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি শতভাগ পাশের পাশাপাশি জিপিএ -৫ পেয়েছে ১৪৫ জন। এদিকে পর্যাক্রমে জেলার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় হতে ১২৯জন, বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্ট. স্যাপার স্কুলে ১০৬জন, বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফ উচ্চ বিদ্যালয়ে ৫৯ জন, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ৫৭ জন জিপিএ -৫ পেয়েছে। আর পুরো জেলা থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭৪৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ১৮হাজার ৭১১জন, পাশ করেছে ১৬হাজার ৯১৮জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৩৮ জন, পাশ করেছে ৮হাজার ৪২০জন এবং ছেলেদের গড় পাশের হার ৮৯.২১। মোট মেয়ে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ২৭৩জন, পাশ করেছে ৮ হাজার ৪৯৮জন। মেয়েদের গড় পাশের হার ৯১দশমিক ৬৪। 

আবারো নাটোরকন্ঠ পরিবারের পক্ষ থেকে সকল কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে গৃহবধু শ্লীলতাহানীর অভিযোগে মেডিকেল টেকনোলজিষ্ট গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাটোরের দুই মাদক কারবারী ইয়াবাসহ আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে