নাটোরে “ঘূর্ণিঝড় আম্পানকালীন দূর্যোগ ও দূর্যোগকালীন ও পরবর্তী প্রস্তুতি বিষয়ে জরুরী সভা

0
540

নাটোর কণ্ঠ:

ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে আসছে বাংলাদেশে, এমতাবস্থায় নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরী সভার আয়োজন করা হয়। আজ দুপুরে জেলা প্রশাসন নাটোরের আয়োজনে, জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির “ঘূর্ণিঝড় আম্পানকালীন দূর্যোগ ও দূর্যোগকালীন পরবর্তী বিভিন্ন বিষয়ে প্রস্তুতি বিষয়ক জরুরী সভায়” উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সহ অন্যান্যরা।
সভায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ঘূর্ণিঝড় আম্পান আজ সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ঝড়ের প্রভাব কেমন হবে তা আগে থেকেই কিছু জানা যাচ্ছে না। তবুও সকল বিষয়ে প্রস্তুত থাকতে হবে।
সভায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন আমাদের স্বল্প সামর্থ্য ও আন্তরিকতা দিয়ে সকল দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে আন্তরিকতার সাথে সকল দুর্যোগ মোকাবেলার মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকতে হবে। এ সময়, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সেনাবাহিনী প্রতিনিধি, মেয়র পৌর মেয়র উমা চৌধুরি জালি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্ররত কুমার সরকা, এনএসআই,র‍্যাব,ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তাসহ দূর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‌

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআবারও ঘূর্ণিঝড়ের আঘাত সইবে বলে বুক পেতে অপেক্ষা করছে সুন্দরবন
পরবর্তী নিবন্ধআইনজীবী ও সাক্ষি সুরক্ষা আইন কেন জরুরী! – ভাস্কর বাগচী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে