নাটোরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0
312
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেই

নাটোর কন্ঠ : আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর আধুনিক সদও হাসপাতালে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংএর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। এ সময় সদর হাসপাতালের এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুকে লাল রংএর ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে