নাটোরে বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহক : সেহেরি-ইফতারি-তারাবির সময়ও লোডশেডিং

0
144
লোডশেডিং

নাটোর কন্ঠ : রমজানের শুরু থেকে নাটোরে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময়ে লোডশেডিং হওয়ায় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এছাড়া নিয়মিত লোডশেডিংয়ে ফসলি মাঠে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা।

অপরদিকে ব্যাঘাত ঘটছে পৌর সদরের পানি সরবরাহে। এরজন্য বিদ্যুৎ অফিস কর্তপক্ষের গাফিলতিকে দায়ী করছেন গ্রাহকরা। প্রথম রোজা থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিটা উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সঙ্কটে, ভোগান্তিতে পড়েছে ধর্মপ্রাণ মুসলমানসহ সাধারণ গ্রাহক।

তাই দ্রুত সকল সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গ্রাহকরা।তবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা বলছেন দ্রুতই সংকট লাঘব হবে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গাজিজুর রহমান বলেন, ‘তারাবি ও সেহরির সময় ঠিকমত বিদ্যুৎ থাকছে না। দুর্বিষহ গরমের ভেতর তারাবির নামাজ আদায় করতে হচ্ছে। সেহরির সময়ের ঠিক আগে বিদ্যুৎ থাকেনা।’

নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের তেলকুপি গ্রামের রাকিব হোসেন বলেন, ‘এমনিতেই সব সময় সমস্যা করে বিদ্যুৎ। এখন রমজান মাসেও সমস্যা করছে। রাতে সেহরির সময় কারেন্ট না থাকার কারণে খুব সমস্যা সৃষ্টি হচ্ছে।’

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রামের ওমর আলী বলেন, ‘রাতে তারাবির নামাজে দাঁড়ালে গরমে শরীর দিয়ে ঘাম পড়ে। অথচ রমজান মাসে নিয়মিত কারেন্ট থাকার কথা কিন্তু একদিনও ঠিকমতো পেলাম না।’

নাটোরের গুরুদাসপুর উপজেলা খুবজিপুর ইউনিয়নের খুবজিপুর গ্রামের কৃষক আয়নাল হক জানান, ২০ থেকে ২৫ দিনের মধ্যেই চলতি মৌসুমের ধান কর্তন শুরু হবে। এখন জমিতে যে পরিমাণ পানির প্রয়োজন বিদ্যুৎ সংকটের কারণে সেই পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রামের মঈন উদ্দিন জানান, ‘প্রচন্ড তাপদাহ, ফসলের মাঠে অনেকাংশেই পানি সংকট। রমজান মাস, এরমধ্যে বিদ্যুৎ সংকটের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাপন।’

অভিযোগ প্রসঙ্গে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এমদাদুল হক বলেন, ‘গ্যাস সংকটে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। বিধায় আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ প্রাপ্ত না হওয়ায় সরবরাহে ঘাটতি হচ্ছে।

আশা করা হচ্ছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। এ গরমে গ্রাহক চাহিদার চাপ বাড়ায় অতিরিক্ত লোডের কারণের লোডশেডিং হচ্ছে। রমজানে এমন পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমাদক সেবনের দায়ে আটক ৫ জন
পরবর্তী নিবন্ধকেউ ভালো নেই -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে