নাটোরে মহান বিজয় দিবসে স্মৃতি স্তম্ভে মানুষের ঢল

0
249

নাটোরকণ্ঠ : নাটোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর মুক্তিযোদ্ধা সৃতিতম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবসের কর্মসুচি শুরু হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে পুস্প অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় শংকরগবিন্দ মাঠে আনুষ্ঠানিক কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মুক্তিযোদ্ধা ও পুলিশ বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নেয়। দুপুরে বিভিন্ন মসজিদে দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষায় বিশেষ দোয়া ও মুনাজাত এবং সুবিধামত সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় শব্দদূত সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধসিংড়াই মাছের সাথে এ কেমন শত্রুতা!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে