নাটোরে শিক্ষাবৃত্তি পেলো ৪০ সুবিধাবঞ্চিত শিশু

0
88

নাটোর কন্ঠ : দরিদ্র এবং মেধাবী শিশুদের লেখাপড়ার সহযোগিতার জন্য, “বীর মুক্তিযোদ্ধা মহুরম আহমেদ হোসেন চম্পা’’ নামে তার সহধর্মিনী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব রত্না আহমেদ তার বড় মেয়ে সুমনা আহমেদ এবং ছেলে রাকিব আহমেদ’এর

ব্যক্তিগত প্রচেষ্টায় ২০১৮ সাল থেকে শুরু হয় এই মহৎ উদ্যোগটি। প্রতি বছরের ন্যায় আজ সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে, বৃত্তি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের মেধাবী এবং দরিদ্র এমন ৪০ জন শিক্ষার্থীর হাতে, তুলে দেওয়া হলো সহযোগিতাটি।

করোনা চলাকালীন সময়েও শিক্ষাবৃত্তি চালু রেখে, শিশুদের পাশে থেকেছেন বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন চম্পা পরিববার। বরাবরের মত ২০২৩ সালের শিক্ষাবৃত্তি, আজ ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্বপ্নকলি স্কুলে-

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব রত্না আহমেদ। তিনি শিশুদের হাতে এককালীন এই শিক্ষাবৃত্তি তুলে দেন।

বৃত্তি প্রদানের সময় তিনি এই সকল শিশুদের পড়াশোনার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান করেন এবং তিনি ও তার পরিবার সাধ্যমত পাশে থাকবার প্রতিশ্রুতি প্রদান করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধতিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাকাম‘এর সাবেক সভাপতি মজিবুল হক নবী’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে