নাটোরে ১০০জন অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল শিক্ষিত তরুণ সমাজ

0
771
Sikhito-Torun-Samaj

কালিদাস রায়, স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ
একটি শিক্ষিত তরুণ সমাজ সমাজের সকল প্রতিকূলতা জয় করতে পারে। এনে দিতে পারে সফলতা, সাজাতে পারে নতুন পৃথিবী, দূর করতে পারে সমাজের সকল প্রতিবন্ধকতা, ফোটাতে পারে অসহায়ের মুখে হাসি। বিশেষ করে সেটা যদি কোন প্রত্যন্ত এলাকার হয় তাহলে তো কোন কথায় নেই। সমাজকে দেশকে জাগাতে তেমনই এক সাহসী উদ্যোগের প্রতিফলন ঘটিয়েছে নাটোর সদর উপজেলার খোলাবাড়ীয়া ইউনিয়নের “শিক্ষিত তরুণ সমাজ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৯০জন শিক্ষিত তরুণ যুবকেরা। পবিত্র ঈদ উল ফিতরে সমাজের অসহায় কর্মহীন মানুষের মুখে হাসি ফুটাতে এলাকার ১০০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন এই সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ঈদ সামগ্রী হিসেবে তারা অসহায় মানুষের মাঝে চাউল, পোলা চাউল, লাচ্ছা সেমাই, চিনি, তেল, পাউডার দুধ বিতরণ করেন।
সংগঠনের দায়িত্বশীল সদস্যরা জানান, নিজেদের পকেটের টাকা খরচ করে অন্যের মুখে হাসি ফুটাতেই এমন উদ্যোগ বাস্তবায়ন করেছেন তারা। এরআগে গতবছর তারা একই ধরণের উদ্যোগ হাতে নিয়েছেন। সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে সমাজের আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদেরকে উৎসাহিত করতেই তারা এমন উদ্যোগ নেন। এছাড়া এই সংগঠনটি অসহায় রোগীর চিকিৎসা নিশ্চিত, ফ্রিতে নূরাণী কুরআন শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করে থাকে এই সংগঠনের সদস্যরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ৫৭৭ পরিবারের মাঝে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় নিয়ন্ত্রণহীন মাংসের বাজার! নিরব উপজেলা প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে