নাটোর হাসপাতালের সাবেক আরএমও ডা: মাহবুব করোনা আক্রান্ত

0
445
DR-Mahbub

নাটোর কণ্ঠ: নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও (আবাসিক চিকিৎসক) মাহবুবুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আজ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত করোনা আক্রান্তের তথ্যমতে তার পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান। তবে তার সামান্য জ্বর সর্দি ছাড়া এখন পর্যন্ত তেমন কোন করোনার জটিল লক্ষণ দেখা যায়নি। তিনি গত বেশ কয়েকদিন আগে নমুনা দিয়েছিলেন। তার নমুনা এর আগেও পরীক্ষা করা হয়েছিল তখন আসে নেগেটিভ কিন্তু বর্তমানে পরবর্তী সময়ে নমুনা দেওয়ায় তাঁর রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতে হোম আইসলিউশনে রয়েছেন বলেও জানান সিভিল সার্জন।

উল্লেখ্য আজ নাটোরে ১২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নাটোর সদরে রয়েছে ৮ জন ও সিংড়া উপজেলায় রয়েছে চার জন। নাটোর সদরের আট জনের মধ্যে একজন হচ্ছেন ডা: মাহাবুব। এ নিয়ে নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৬ জন।  নাটোরকন্ঠ পরিবার তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঐক্য-অনৈক্য ।। ২৯ ফেব্রুয়ারি -এস এম বাবু
পরবর্তী নিবন্ধঅস্তমিত কাঁসাশিল্পের অনিবার্য বিপর্যয়-রেজাউল করিম খান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে