নাটোর-১ আসনে নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

0
684

ফজলুর রহমান : নাটোরের লালপুরে একই স্থানে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী  এ্যাড. আবুল কালাম আজাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুরে বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার দিনগত রাতে ঈগলের সমর্থক-কর্মীরা নির্বাচনী কাজ শেষে বাড়িতে যান।

পরে রাতে ওই নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্যাম্পের দু’পাশের শামিয়ানা পুড়ে যায়। পরে সকালে কর্মীরা ক্যাম্পে এসে শামিয়ানা পুড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে একই মোড়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টেবিলের শামিয়ানা কাপড় পুড়ে যায়।

এ বিষয়ে ঈগলের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানা নেই আমার। তবে খোঁজ-খবর নিয়ে জানাতে পারবেন বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু পাশাপাশি নৌকা ও ঈগলের দু’টি নির্বাচনী ক্যাম্পেই আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি ওসি সাহেব তদন্ত করছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে Sobuj Khan -সবুজ খান ফেসবুক পেজের পক্ষ থেকে শীতবস্ত বিতরণ 
পরবর্তী নিবন্ধস্কুলছাত্রীকে ধ.র্ষ.ণের অভিযোগ : বিচারের দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে