“নারীর সম্ভ্রম “- এম,উদ্দিন এর কবিতা

0
370

 “নারীর সম্ভ্রম ” এম,উদ্দিন

ইসলাম পূর্ব যুগে–
যুগযুগান্তের অবহেলিত নারি ছিল মূল্যহীন
ইসলাম দিল নারীর তরে সম্মান সীমাহীন ।

জীবন্ত প্রথিত মানব সন্তান নারী জন্ম নিলে
ছিলো গোত্রের গ্লানি সম্মান হানি ধিক্কার শুধু মিলে।
জন্ম লভি মাতৃকোলে মায়ের করো যতন
ইসলাম বলে সেই মা হল অমূল্য রতন ।

শেষ বিচারে পাইতে মুক্তি সুখ দাও বিসর্জন
করো মাতৃভক্তি আত্মশুদ্ধি ধর মায়েরী চরণ।

ইসলাম ছাড়া যা আছে ধরায় ভিন্ন শাস্ত্র মতে
পুরুষ পাবে পিতৃত্বধন নারীরা পাবে না বটে।

ইসলাম সদা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে রবে
পিতৃসম্পদ নর নহে শুধু নারীরাও ভাগ পাবে।

চারিদিকে ঐ নারীবাদীদের কতই না ডংকা বাজে ,
হইলে নারী হেনস্থা ধর্ষণ কাহারেও পাবে না কাছে ।
ইসলামের নামে কটূক্তির স্বরে করে সবে ভষ্ম উদ্গীরণ ,
ও নহে নারীর রক্ষক শুধু তার শত্রু বিচক্ষণ ।
যে নারী জন্মালো তারে কঠিন দহে করে অন্তক্ষরণ ,
অর্ধলোঙ্গ করিতে নারী কাঁদলো না তাদের মন।
ইসলামের শৃঙ্খল তলে আসিবে যেই জন
বিনয় বস্ত্র আব্রু পোষাক পরিবে সেইজন।
রাবেয়া বসরী, মরিয়ম,আছিয়া কত মহীয়সী নারী,
যুগে যুগে আজও মহীয়ান চির অম্লান কত সন্মান তারি ।
ওরে বিলাসী যুগের খাসি দাম্ভিক স্বাধীনচেতা নারি?
স্বপ্রনোদিত জগতনিন্দিত ফিরিছো সর্বময় সর্বচারি ।
মায়ের চরণতলে ভজিলে জান্নাত এ কথা ইসলাম বলে,
একথা রাখিলাম জমা ,নারীর সন্মান আজ পড়িয়াছে তলে।
নর যদি পারে ছতর আব্রু ঢাঁকিতে সম্মান রাখিতে ধরায় সর্বময়,
নারী কেন এত দম্ভ খুলিতে নিজ “সম্ভ্রম” বিকিয়ে সর্বশান্ত হয়?
এ কথাও রাখিলাম জমা, যুগ তব কভূ করবে না ক্ষমা ,
যুগের কর্ম যুগ করিবে সকল কর্ম তব রাখিবে জমা।
পুরুষ নামের পশুসম যত নীচ নর্দ্দমার কীট মিলে,
যে নারী জন্মালো কঠিন দহে ধর্ষিলো তাহে মারলো তিলে তিলে ।
ওহ্ বড় কষ্ট নৃশংসতা কুলাঙ্গার একা নারি পেয়ে তাহে ,
মায়ের চরণতলে জান্নাত কাপুরুষ ও জান্নাত তোমার নহে ।
ধর্ষক ধর্ষিতা নরতে -নারিতে দোষীসবে উভয় পক্ষে,
যাহারা বলে পোষাক দ্বায়ী নয় অন্ধ তাহারা কভূ দেখেনা দুচোক্ষে ।
ইসলাম এনেছে শান্তির বাণী শান্ত্বনা নিশ্চয়ই
সঁপিলে ইসলামে মনপ্রাণ আসিবে নারীরও জয় ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রতি এক শিক্ষকের খোলা চিঠি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে