নৌকার কান্ডারীরা ঈগলের পিঠে

0
195

ফজলুর রহমান : নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে নৌকা ছেড়ে ঈগলের পিঠে উঠলেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা। ফলে লালপুর -বাগাতিপাড়ায় ঈগলের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে।

সর্বত্রই আলোচনা চলছে নৌকা ছেড়ে ঈগলের পক্ষে যাওয়া আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের নিয়ে। বুধবার লালপুর উপজেলার বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ‘এর-

ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা যায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা,

জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন,

সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমূখ। এসব বিষয় মিডিয়া ও ফেসবুকে ভাইরাল হওয়ায় লালপুর -বাগাতিপাড়ায় এখন আলোচনার কেন্দ্র-বিন্দু। তবে প্রথম থেকেই ঈগলের পক্ষে রয়েছে লালপুর উপজেলা-

আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমানসহ দুই উপজেলার প্রায় ৭০ ভাগ পদধারী নেতারা ঈগলের নির্বাচনী প্রচারে রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধআচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে