পাগলা দাশু -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
248
Shupti Jaman

পাগলা দাশু

কবি সুপ্তি জামান

গলির মুখে বসে থাকে এক পাগল
ওর কোন নাম জানি না
ওকেও জিজ্ঞেস করি না
ভাবি, যদি ও ভুলে গিয়ে থাকে
নাম, ধাম, বংশপরিচয়
ও ভুলে থাকুক
গল্প বলার স্বার্থে ওর একটা নাম দেব আমি
সুকুমার রায়ের পাগলা দাশু
নামটিই পছন্দ করলাম আমি।
আজকাল শিশুরা বেশ পরিপক্ক হয়েছে
গেমের ঘোরে আচ্ছন্ন!
পাগলকে খ্যাপিয়ে আনন্দ খোঁজে না
চাওয়ালা এক পেয়ালা চা,
একটা পাউরুটি দেয় মাঝে মাঝে,
গলির বেওয়ারিশ সব কুকুরকেও
কেউ কেউ আজকাল পাউরুটি খেতে দেয়।
তবুও পাগলা দাশু দিনমান
গালাগাল দেয় যেন কাহারে স্মরিয়া,
নাম ভুলেছে, ধাম ভুলেছে,
বাড়ি ফেরার পথ ভুলেছে, স্বজনের মুখ ভুলেছে
তবুও হয়তো কোন মানুষের মুখ এখনও ভোলেনি সে
মাথানিচু করে একমনে এখনও তাঁকে গালাগাল দেয়
একনিষ্ঠ সন্তুর মতো।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মাদক বিরোধী অভিযান : ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের
পরবর্তী নিবন্ধদুর্মুখী -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে