প্রতিক্রিয়াশীলদের সনাক্ত করতে প্রতিমন্ত্রী পলক সহায়তা চাইলেন ফেসবুকের

0
238
পলক

প্রতিক্রিয়াশীলদের সনাক্ত করতে প্রতিমন্ত্রী পলক সহায়তা চাইলেন ফেসবুকের

নাটোর কণ্ঠ ডেস্ক: ইন্টারনেট ব্যবহারে নেটিজেনদের দায়িত্বশীল হতে বছর ব্যাপী ডিজিটাল নাগরিক স্বাক্ষরতা অভিযান ও প্রশিক্ষণ কর্মসূচি চালু হচ্ছে বাংলাদেশেও। ফেসবুকের গ্লোবাল লার্নিং প্রোগ্রাম ‘উই থিংক ডিজিটাল’ শীর্ষক এই অভিযাত্রাটি বাংলাদেশে বাস্তবায়ন করবে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। যৌথ অংশীদার হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি তার ফেসবুক পেইজে ও অনলাইনে এই কর্মসূচির ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সোশ্যাল মিডিয়ায় কি-ওয়ার্ড বিশ্লেষণ করার শক্তি অর্জনের পাশাপাশি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে ফেসবুকের সহায়তা চান প্রতিমন্ত্রী।

অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও। বক্তব্যে পাঠ্যসূচিতে সামাজিক যোগাযোগ ব্যবহার বিষয়টি অন্তর্ভূক্তির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, মুক্তপাঠের মাধ্যমে তরুণ, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের ডিজিটাল সাক্ষরতা ও সচেনতায় প্রশিক্ষণ দেয়া হবে।

এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উই থিংক ডিজিটাল বিষয়ে একটি উপস্থাপনা পেশ করেন ফেসবুকে বাংলাদেশের জন্য দায়িত্ব প্রাপ্ত পাবলিক পলিসি অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার সাবনাজ রশিদ দিয়া।

উপস্থাপনা শেষে প্যানেল আলোচনায় অংশ নেন ফেসবুক দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর অশ্বিনি রানা, বিজিএমই প্রেসিডেন্ট রুবানা হক, এটুআই প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম ও মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আলোচনায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় আঞ্চলিক নীতি গ্রহণে ফেসবুককে পরামর্শ দেন বক্তারা। এটা করা না হলে ফেসবুকই বাজার হারাবে বলেও সতর্ক বার্তাও দেয়া হয় বৈঠকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মুজিব শতবর্ষ উপলক্ষে হুইল চেয়ার বিতরণ
পরবর্তী নিবন্ধনিয়মবহির্ভূত ভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন : প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে