প্রত্যাবর্তন -মাহাবুব খন্দকার‘এর কবিতা

0
351
Mahabub Khandakar

প্রত্যাবর্তন

মাহাবুব খন্দকার

মুহূর্তের জন্য পাঠানো হয়েছে আমাকে
হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে-
আমি তোমাদের বিক্ষিপ্ত জঞ্জাল নই,
নশ্বর অথবা অবিনশ্বর এই পৃথিবীতে।

হয়তো কারো কাছে কিছু নিতে,
দিতে আসা মূল উদ্দেশ্য ছিল না।
শিক্ষা ও জ্ঞান কর্জ নিতে হলো
চিরঋণী কৃতজ্ঞ তোমাদের কাছে।

অন্ন ব্যবস্থাপক আমার জন্যই
অন্নের ব্যবস্থা করে রেখেছেন,
একবেলা শানকি ভর্তি ভাত
আমার জন্যই যা নির্ধারিত।

নিষ্ঠুর রাক্ষসী ক্রমে গ্রাস করছে
অতঃপর চর্বণ করবে আমাকে।
নিঃশব্দে মুছে যাব পৃথিবীর বুক থেকে
বার বার ফিরে আসার প্রত্যয় নিয়ে।

৩০.০৮.২০২০

Advertisement
উৎসMahabub Khandakar
পূর্ববর্তী নিবন্ধজান্নাত তোকে আমি ভালোবাসি (গল্প)
পরবর্তী নিবন্ধনাটোরের প্রাণকেন্দ্রে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলো মুখোশ ধারীরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে