প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ

0
82

নাটোর কন্ঠ : ‘গাছে করবো ভরপুর সবুজ হবে লালপুর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই সোমবার সকাল ১১ টায় লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হানের সঞ্চালনায় বৃক্ষ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, লালপুর পাবলিক লাইব্রেরী সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, ১ নং লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তাসলিমা খাতুন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা,

অধ্যক্ষ ইন্তাজ আলী, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ওমর ফারুক শিমুল, ফিল্ড টেকনিশিয়ান বি এ টি বি মকলেসুর রহমান, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও প্রাণরসের সাধারণ সম্পাদক আলফাজুল কবির টুটুল প্রমুখ।

উল্লেখ্য, সবুজ লালপুর বিনির্মাণে প্রাকীর্তি ফাউন্ডেশন উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রায় ২২,০০০ (বাইশ হাজার) শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে গাছের চারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসেতু আছে সড়ক নেই ৪০ বছর
পরবর্তী নিবন্ধলালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন : চেক বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে