ফানুস ঘুড়ি
কবি শামীয়ারা পারভীন দীপ
ফুলের তোড়া হাতে কেউ দাঁড়িয়ে থাকে না;
লন্ঠন হাতে প্রহর গুণে গুণে কেউ থাকে না অপেক্ষায়,
তবু ফিরে আসি।
কেউ মনে রাখে না,
কারো মনে থাকে না,
পৃথিবীর এই বাসি গল্পটা আমার জানা।
তবুও আশার শিকড় ছড়িয়ে যায় গভীরে,
কিছু চিন্তাকে বল বানিয়ে অহেতুক খেলি।
ভুল করে যারা সবুজ সংকেত পাঠায়-
তাদের জন্য সাজিয়ে রাখি উদাসীন গল্পের ঝুড়ি,
হেঁয়ালি শব্দ আর প্রবাদ প্রবচন কান পেতে শুনি।
কিছু শব্দ পুঁতে ফেলি অন্ধকার স্মৃতিতে,
কিছু শব্দ বিক্রি করি মাথার খুলিতে।
বেঁচে থাকি
কেউ ডাকে না,
কেউ ডাকবে না জেনেও
ফিরে-ফিরে আসি,
উড়িয়ে দিতে কবিতার ‘ফানুস ঘুড়ি’।
Advertisement