ফানুস ঘুড়ি -কবি শামীয়ারা পারভীন দীপ‘এর কবিতা

0
129
Shame Ara Pervin

ফানুস ঘুড়ি

কবি শামীয়ারা পারভীন দীপ

ফুলের তোড়া হাতে কেউ দাঁড়িয়ে থাকে না;
লন্ঠন হাতে প্রহর গুণে গুণে কেউ থাকে না অপেক্ষায়,
তবু ফিরে আসি।

কেউ মনে রাখে না,
কারো মনে থাকে না,
পৃথিবীর এই বাসি গল্পটা আমার জানা।

তবুও আশার শিকড় ছড়িয়ে যায় গভীরে,
কিছু চিন্তাকে বল বানিয়ে অহেতুক খেলি।

ভুল করে যারা সবুজ সংকেত পাঠায়-
তাদের জন্য সাজিয়ে রাখি উদাসীন গল্পের ঝুড়ি,
হেঁয়ালি শব্দ আর প্রবাদ প্রবচন কান পেতে শুনি।
কিছু শব্দ পুঁতে ফেলি অন্ধকার স্মৃতিতে,
কিছু শব্দ বিক্রি করি মাথার খুলিতে।

বেঁচে থাকি
কেউ ডাকে না,
কেউ ডাকবে না জেনেও
ফিরে-ফিরে আসি,
উড়িয়ে দিতে কবিতার ‘ফানুস ঘুড়ি’।

Advertisement
উৎসShame Ara Pervin
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গাঁজাসহ একজন আটক
পরবর্তী নিবন্ধনাটোরে আন্তঃনগর ট্রেন বিকল : ভোগান্তিতে পড়েন যাত্রীরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে