বনপাড়ায় চিকিৎসার ২ লক্ষ টাকার জন্য পঙ্গু পৌর কাউন্সিলরের আর্তি

0
326

বড়্রাইগ্রাম,নাটোরকন্ঠ: বনপাড়ায় চিকিৎসার ২ লক্ষ টাকার জন্য পঙ্গু পৌর কাউন্সিলরের আর্তি যেন শেষ হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় কোমরে আঘাত পান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসুন নাহার ওরফে সমেজান (৫৫)। গত বছর ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখে এ দুর্ঘটনার পর তিনি আর হাঁটতে পারেন না।

স্বামী পরিত্যক্তা দরিদ্র এই জনপ্রতিনিধির সুস্থতার জন্য দরকার ৩ লক্ষ টাকা। এর মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সহায়তায় ১ লক্ষ টাকা যোগান হলেও বাকী ২ লক্ষ টাকা যোগার হলেই চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে মুক্তি লাভ করতে পারবেন তিনি। শুক্রবার সকালে বনপাড়া পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা সামসুন নাহার সমেজান দিয়ারপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তার বর্তমান শারিরীক অচলাবস্থা তুলে ধরেন। এ সময় তিনি তার চিকিৎসার খরচ হিসেবে বাকী ২ লক্ষ টাকা সহায়তা প্রদান করার জন্য মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টি প্রার্থনা করেন। একই সাথে স্বাস্থ্য মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসকের মানবিক সুদৃষ্টি প্রার্থনা করেন।

গত ২০ বছর আগে ৩ সন্তান সহ সমেজান তালাকপ্রাপ্ত হন। ৯ বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান বড় ছেলে। মেঝো ছেলে গার্মেন্টসে চাকরী করেন ও ছোট ছেলে রিক্সা ভ্যান চালিয়ে তাদের সংসার চালাচ্ছেন। এক্ষেত্রে তার চিকিৎসার ভার বহন করার সামর্থ্য কারো নেই। কাউন্সিলর সমেজান কান্নাজড়িত কন্ঠে জানান, দ্রুত চিকিৎসা না হলে তিনি স্থায়ী পঙ্গুত্ব বরণ করবেন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকাল থেকে নাটোরে কেজি দরে তরমুজ বিক্রি নয়- পুলিশ সুপার
পরবর্তী নিবন্ধনাটোরে সামাজিক জবাবদিহিতা বিষয়ক সচেতনতা সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে