“বর্ণরাজা (লাইব্রেরি পর্ব )”- কামাল খাঁ’র ছড়া

0
359
www.natorekantho.com

বর্ণরাজা- কামাল খাঁ

(লাইব্রেরি পর্ব )

মনের কথা বনের কথা আরো যতো রয়,
জ্ঞানের কথা প্রাণের কথা আছে জগতময়।
কবি-লেখক বিজ্ঞানীরা লেখেন যতো বই,
যাদের লেখার অবদানে আমরা মানুষ হই।
সকল কথা সকল বাণী বাধা যতো সুর,
গ্রন্থে এসে মনিমুক্তা ভান্ডারে ভরপুর।

গ্রন্থাকারে কুড়িয়ে আনে বিন্দু হীরার দানা,
দুই মলাটে ঢেকে রাখা অজ্ঞাত অজানা।
বর্ণরা সব লুপ্ত থাকে গ্রন্থাগারে ঘুমায়,
পরশ পাথর পেয়ে পাগল হাতে তুলে চুমায়।
এই দুনিয়ার আছে যতো গুপ্ত ইতিহাস,
গ্রন্থাগারের গোপন-কোষে সবার বসবাস।

নতুন নতুন ভাবনা যতো জ্ঞানীর মাথায় আসে,
বর্ণমালায় শব্দ হয়ে লেখার পাতায় ভাসে।
বর্ণরাজার নির্দেশে সব লিপিবদ্ধ হয়,
জলে হাওয়ায় কালের ক্ষয়ে অক্ষত সব রয়।
বর্ণরাজার গ্রন্থাগারে অমৃত অক্ষয়,
এই পৃথিবীর রক্ষাকবচ নির্ণীত নিশ্চয়।

কালে কালে জ্ঞানী-গুণী পাঠাগারেই বাস,
ওলির কাছে মধুর খবর পুষ্পেতে নির্যাস।
মাঠে যেযন থাকে ফসল ভান্ডারে রয় ধন,
বর্ণরাজার পাঠাগারে অমূল্য রতন।
বর্ণ সোনা বর্ণ হীরা বর্ণ যাদুময়,
সেই পরশে তুচ্ছ খড়ি হটাৎ হীরা হয়!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বাবার চিঠি – আমার ভালোবাসা”-পলি শাহিনা
পরবর্তী নিবন্ধ“সমুদ্রে সূর্যোদয়” শাহিনা রঞ্জু‘এর ভ্রমণ কাহিনী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে