বহমান নদীর মতন নারী
কবি নাসিমা হক মুক্তা
চোখ দু’টো জেগে মেঠোপথে
চাঁদের ছায়ায় দেখছে
অপরুপ গলিত সুখের ফোয়ারা
ঢালছে তার জীবন কুসুম
জোছনায় ভরে গেছে ধানক্ষেত
আর আকাশে ছুটছে শিউরে ওঠা যৌবন!
ভেসে ভেসে প্রাণের গহন
সৃষ্টির শোকরে
নীচের দিকে বহমান নদীর মতন
যেতে যেতে মিলেছে নারীতে…
যতই ঝড় ও প্রলাপ হোক
চিরকাল সেই মহীরুহে বাজবে সানাই।
Advertisement