বাংলার নদী মাঠ – আসাদজামান এর কবিতা

0
244
Md Asaduzzaman

বাংলার নদী মাঠ
আসাদজামান

বাংলার নদী মাঠ, বাংলার খাল
বাংলার ধানক্ষেত লাঙল জোয়াল।
বাংলার বায়ুজল বাংলার আকাশ
বাংলা আমার যেন শেষ নিঃশ্বাস ।

বাংলার মেঠোপথ বাংলার মাঝি
বাংলার প্রকৃতি বাংলায় সাজি।
বাংলায় হেসেখেলে বাংলায় শ্বাস
বাংলা আমার যেন শেষ নিঃশ্বাস।

বাংলা আমার কাছে বাংলার মত
আঁকে যেন বাংলার ছবি চিরায়ত।
বাংলার অলিগলি শহর ও গ্রাম
প্রিয়মুখ বাংলা! তোমারে সলাম।
২৪.০৯.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ডা. আয়নাল হক হত্যা মামলার রায়ে বিক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে  লালপুরে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে