বাগাতিপাড়ায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

0
1196
Clash=

সেলিম রেজা বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি । বাগাতিপাড়া উপজেলার লোকমান পূর বাজারে দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে ৩ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় স্বরুপপুর গ্রামের আমিরুল ইসলাম ইফতার নিয়ে বিশ্রাম করছিলেন এ সময় তার পাশের বাড়িতে শোরগোল শোনা যাচ্ছিল আমিরুল ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে ইউনুস সিদ্দিক সেলিম সেন্টু আকরাম রাহুল ইমরান পিস্তল রড ও লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । এসময় আমিরুল (৫৫) এবং তার ভাই ,শাজাহান,(৫৭)আমিরুলের ছেলে আসাদুল (২৮) আসাদুলের স্ত্রী রাশিদা (২৪ ) দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হন । আহত অবস্থায় আমিরুল এবং শাহজাহান , আসাদুল রাশিদা কে প্রতিবেশীরা সদর হাসপাতালে ভর্তি করে । আমিরুলের ও রাশিদার অবস্থাঋ আশঙ্কাজনক হওয়ায বাগাতিপাড়া সদর হাসপাতালের ডাক্তার রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । এই ঘটনায় আহত আমিরুলের ছোটভাই মাহাবুবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে বাগাতিপাড়া থানায় এজাহার দায়ের দায়ের করেন ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধপেয়ারা গাছে গোলাপ ফুটেছে – তন্ময় ইমরানের ছোটগল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে