বিচূর্ণ ভূমির দিকে চেয়ে – কবি বিপুল অধিকারী এর কবিতা

0
240
bipul

বিচূর্ণ ভূমির দিকে চেয়ে
বিপুল অধিকারী
—————————————————————————————–

বিচূর্ণ ভূমির দিকে চেয়ে থাকি চুপে;
দূরে, বৃক্ষের শাখায় কেউ অপলক ধ্যানমগ্ন আমাকে দেখে হয়তো
খুব চমকায়, আর দ্বিধাগ্রস্ত দেয় উড়াল আকাশে–
তারপর এই বার্তা রাষ্ট্র করে পাখশাটে তুলে রাখে খতিয়ান।

একটা ছায়া মাথার উপর মন্ত্রনা পাকায়, এভাবে আরো কিছু ছায়া জড়ো হয়;
এক সময় ছায়ারা একটা তুমুল অন্ধকারে রূপান্তর হয়ে, শেষে
ঘন মেঘেদের হাতে নিজেদের ন্যাস্ত করে দিগন্তে হারায় খুব দ্রুত!
কুদরতি ইশারায় অঝর বর্ষণে তপ্ত-ভূমি করে সিনান, আকণ্ঠ!

হা! খোদা, কী করে বোঝ তুমি এক বান্দার নিরব এই ফরিয়াদ!
কী করে সিঞ্চন করো তার কর্ষণের মাটিতে সুষম-খাদ্যের প্রবাহ?


৩০ আগস্ট ২০২০
ঢাকা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ পাঁচ মাস পর নিউইয়র্ক ‘সাহিত্য একাডেমি’র প্রাণোচ্ছাস পুনর্মিলন
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সুইট আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে