“বিরহের রোজ নামচা”- অনিন্দিতা সেনের কবিতা

0
388
অনিন্দিতা সেন

বিরহের রোজ নামচা
অনিন্দিতা সেন

বৃষ্টি ভেজা নাকাল জনপদে…
আমি ছাড়া সবাই ভিজছে কেবল,
রোজনামচার দিন পেরিয়ে এমন
তো কথা ছিলনা কখনো!
নাই বা এল তুমুল ঝড়,
নাই বা এল কষ্টের দিনলিপি…
লেপ কম্বলে বিরহ বাসা বাঁধে
হারিয়ে যায় ছোট হতে হতে
এ শহরে…ও শহরে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধস্বপ্না মিত্র’র ‘এমন যদি সত্যি হত’ -সমরজিৎ সিংহ
পরবর্তী নিবন্ধ“ফিরে দেখা”- শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে