স্বপ্না মিত্র’র ‘এমন যদি সত্যি হত’ -সমরজিৎ সিংহ

0
729
পাঠ প্রতিক্রিয়া

পাঠ প্রতিক্রিয়া

স্বপ্না মিত্র আলোচিত নাম নয়, বরং বলা যেতে পারে, প্রায় উপেক্ষিত এক নাম । অনেকদিন ধরেই লিখছেন, গত বছর, কলকাতা বইমেলায়, দে’জ থেকে বেরিয়েছিল তার এই উপন্যাস, ‘এমন যদি সত্যি হত’ অথচ তেমন কোনো আলোচনা চোখে পড়েনি আমার । এই উপন্যাসের পটভূমি সুদূর ক্যান্টভ্যালি এবং তৎসংলগ্ন অঞ্চল । কিশোর জুনিয়র এবং কিশোরী আফ্রার সঙ্গে সঙ্গে ক্রিস্টোফার আর তার দ্বিতীয় স্ত্রী সারার যন্ত্রণা, অলিভিয়ার আতঙ্ক, শিক্ষক এন্টনির প্রজ্ঞার আলোয় যত এগিয়েছে কাহিনী, শাদা ও কালোর দ্বন্দ্ব আমাকে নিয়ে যায় মানব মনের গহন জগতে ।
স্বপ্না মিত্র ক্রমে হয়ে উঠেন আমার এক প্রিয় লেখিকা ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“এসো দেশ দেখি” -লুৎফুন নাহার তিথি‘র ভ্রমণ কাহিনী
পরবর্তী নিবন্ধ“বিরহের রোজ নামচা”- অনিন্দিতা সেনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে