বড়াইগ্রামে অবাধে পুকুর খনন ট্রাক্টর চলাচলে ভাঙ্গছে নতুন পাকা রাস্তা !! প্রশাসন নিরব

0
665
Ponds

রাজিবুল ইসলাম বাবু, নাটোরকন্ঠ:- বড়াইগ্রামের কচুগাড়ী ঝাউবুনা বিলে আব্দুল হালিম নামে এক ব্যক্তি তিন ফসলি জমিতে পুকুর খনন করছেন। পুকুর খনন করে রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১৫ দিন ধরে রাস্তা দিয়ে ৭-৮টি ট্রাক্টরে অনবরত মাটি বহন করায় সম্প্রতি নির্মিত এইচবিবি রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙ্গে যাওয়াসহ এর স্থায়ীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া নয়াবাজার থেকে জোনাইলগামী পিচ ঢালাই রাস্তাটিও একই ভাবে বিনষ্ট হচ্ছে। অপরদিকে, সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তায় পড়ে থাকা মাটি কাদায় পরিণত হয়ে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। জানা যায়, আব্দুল হালিম গত বছর কিছু মাটি কেটে প্রায় তিন ফসলি ৫ বিঘা জমির পাড় বেধে রাখেন। এবার করোনা মোকাবেলায় প্রশাসনের ব্যস্ততার সুযোগে এক্সকেভেটর দিয়ে পুকুর খনন করে চলাচল নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে সেই মাটি ইটভাটাসহ আশেপাশে বিক্রি করছেন। এতে মাত্র দুই মাস আগে নির্মিত প্রায় এক কিলোমিটার এইচবিবি রাস্তা বিভিন্ন স্থানে ভেঙ্গে যাচ্ছে। এ রাস্তার প্রায় পুরোটুকুই খালের ধারে হওয়ায় মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় রাস্তা ভেঙ্গে খালের ভেতর নেমে যাচ্ছে। শুক্রবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার পুরোটাই মাটি চাপা পড়ে এটি পাকা রাস্তা না কাঁচা বোঝা যাচ্ছে না। ট্রাক্টরের চাপায় এইচবিবি রাস্তাটির নানা স্থানে ইট গুড়া হয়ে যাচ্ছে, কোথাও বা ভেঙ্গে খাল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি সিংড়ার পৌর মেয়র
পরবর্তী নিবন্ধখোলাবাড়িয়া এবং খামার নামের উৎস সন্ধানে -কামাল খাঁ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে