বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

0
227

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত।

বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ: নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- ৩ নভেম্বর মধ্যরাতে কিছু সেনা সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে। আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি,বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,বনপাড়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আঃ সোবাহান প্রামানিক,চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ইন্তাজ,আতিকুর রহমান আতিক প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় বাউয়েটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিংড়ায় জিহাদের নামে বিপথে না যাওয়ার আহবান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে