ভাগ্যের কৃতদাস -কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

0
339
Kazi Zuberi Mostak

ভাগ্যের কৃতদাস

কাজী জুবেরী মোস্তাক

ভাগ্যের কৃতদাস হয়ে খুইয়ে ছিলাম সব শক্তি
নিতান্তই হালকা ছিলো আমার ভাগ্যের দ্যুতি ;
যতবারই কেউ আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে
ঠিক ততবারই মৃত্যু আমাকে ছুঁয়ে চলে গেছে।
জীবনের এই যুদ্ধ আর তার কঠিন বাস্তবতায়
শপথগুলো সব ধুলোর মতো উড়ে চলে যায় ;
আমিতো মহা-মানব নই যে শপথ রাখতে হবে
আমার শপথে কি আর পৃথিবীটাই এক হবে ?
এর আগেও একবার কিন্তু মরতে চেয়েছিলাম
তোমার দেয়া অনুপ্রেরণায় তখন বেঁচেছিলাম ;
অশ্রুযুগল ললাট স্পর্শের আগেই বদলে গেলে
আবার আমাকে কবরের পথে ছুড়ে ফেললে ।
এখন আর কিছু নেই এই পুরো ব্রহ্মান্ড জুড়ে
না এক লোকমা শান্তি না ছোট্ট ঘর এশহরে ;
আজ এখন আমি একাই ভীষণ রকমের একা
চেনা পথ চেনা লোকের ধোঁকায় হচ্ছি বোকা ।

Advertisement
উৎসKazi Zuberi Mostak
পূর্ববর্তী নিবন্ধচিরকালীন -কবি ছন্দা দাশ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে মসজিদের ইমামকে পিটিয়ে জখম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে