মহামৃত্যু- আতোয়ার হোসেন এর কবিতা

0
556
Atoar

মহামৃত্যু
আতোয়ার হোসেন

এত যে আর্তি তবে কোথায় যাচ্ছে?
কোথায় আরতি তার বাসনা বিলায়?
পানি ফুটে টগবগ বাসনে বাসনে,
তোমার ভাতের কতদূর ও-আম্মা?
মহামারি আমি পার হয়ে যাই যদি
তোমার আঁচল যদি টেনে নিয়ে যাই সাথে
সন্ধ্যার বাতি বাপের দীর্ঘশ্বাসে
নিভে যায় যদি, আমাদের অনাহার
আরো তাপ কোত্থেকে দেবে অবিরত?

আরেকটু দ্রুত চলো, এদিকে তাকাও,
আম্মা, তোমার ডাকনাম ধরে ডাকি!
নিদেনপক্ষে তুমি এদিকে তাকাও,
আমি ক্ষুধা পার হয়ে যাই, শুয়ে থাকি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমি চাই, সবাই কবিতা লিখুক!- আজাদুর রহমান
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে আদিবাসী নারীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় মারপিট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে