মায়াপুরি -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা

0
366
Rajib Ekka Raj

মায়াপুরি

কবি রাজিব এক্কা রাজ

রজনীর পথ ধরি
নয়নের স্বপ্নে আস মায়াপুরি
আমারে করিয়া যাও মোহিত
আবার কেন সূর্য উঠিলে যাও ছাড়ি?
তোমাতে রহিয়া রাত্রিতে বিভোর
ভুলিয়া রহিয়াছি মোর সোনালী ভোর
তুমি স্বপ্ন নাকি মরীচিকা?
সে ভাবনা টোকা নাড়ে বুকের ভেতর।
রাত্রির হইলে গভীর
তোমার প্রেম যাতনা মোরে করে অস্থির
নয়ন মেলে চাহিলেও দেখিতে
পাই না যে দেখা মায়াপুরির।

Advertisement
উৎসRajib Ekka Raj
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঐক্য-অনৈক্য ।। ২৯ ফেব্রুয়ারি -এস এম বাবু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে