“মিথিলা সংক্রান্ত জটিলতা-১,৩,৪-“-সালেহীন বিপ্লবের কবিতা

0
519
বিপ্লব এনকে

মিথিলা সংক্রান্ত জটিলতা–১

সালেহীন বিপ্লবে

এপারের পাহাড় আকাশ ছুঁয়েছে
ওপারে তুমিও সমান থামির ভাঁজ
আমি ভিজেছি তুমুল অথচ
মেঘ তোমাকে স্পর্শই করলো না

৩ —
তোমার সর্বরূপ এ বোধের বাহিরে
এমনই জানিয়েছিলে
অথচ বোঝোনি আমিও জ্বলে
পুড়ে খাক হয়েছি
কোহে তুরের সাথে
তুমি বলবে রূপকথা!
তাই হোক, বয়ে চলো দূরে
দিয়ে যাও আলো
তুমি ঈশ্বর আমি
প্রলেতারিয়েত সেই ভালো?
সে…ই ভালো!

৪ —
চৌবাচ্চার একছিদ্রে জল
ঢুকিয়ে অন্যদিকে বের করতে
গিয়ে আমাদের ভূগোলপাঠ
অঙ্ক হতে হতে আইসক্রিম হয়ে
গেছে অথচ নার্সিসাসের গল্প
জানা যে বালক উল্টোমুখি
বল্গাঘোড়া ছুটিয়েছে অচিরেই সেও
বুঝবে মিথ ও মিথিলার ব্যবধান

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“স্বভাব বৈরাগী”- লিপি চৌধুরী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“আমার গল্প”-জান্নাত লাবন্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে