“মোনালিসা “পাপ্পু আহাম্মেদের কবিতা

0
717
natorekantho, পাপ্পু

মোনালিসা
পাপ্পু আহাম্মেদ

মোনালিসা মুগ্ধ তোমার সেই হাসি,
স্বপ্ন দেখতে আমি ভালোবাসি।
মোনালিসা তুমি
কপালে পড়লে কালো টিপ,
হয়ে যাই আমি পথ ভোলা পথিক।

রাতের আধারে মুক্তা ভরা মুখের সে হাসিতে,
হার মেনে যায় পূর্ণিমার সেই,
চাঁদের আলো যে !!

তুমি আমার সেই,স্বপ্নের মোনালিসা!!

পূর্ণিমাতে চাঁদ খুঁজিনি,
খুঁজেছি তোমার কাজল কালো দুইটি আঁখি খানি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অতঃপর সে” কবি কামরুন্নাহার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসুমন দত্ত’র দু’টি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে