লালপুরে ১০০ কৃষককে সার ও বীজ সহায়তা করলেন এমপি বকুল

0
286
Bokul
নাটোরকন্ঠ: খরিপ-২/২০২০-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে মাসকালাই বীজ, সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন  নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুর উপজেলা কার্যালয়ের আয়োজনে আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২৫ কেজি সার ও এক প‍্যাকেট করে সবজি বীজ প্রদান করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উস্মুল বানীন দ্যুতির সভাপতি এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল,মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, লালপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ ইসলাম নান্নু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য,শহিদুল ইসলাম বকুল বলেন, কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকার  বিনামূল্যে কৃষকদের বিভিন্ন প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগামীতেও প্রান্তিক কৃষকদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ার জামনগরে ১০টাকা কেজি চাউল বিক্রির উদ্বোধন
পরবর্তী নিবন্ধহে আমাদের অর্জুন, প্রয়াণ দিবসে আপনাকে স্মরণ করি গভীর শ্রদ্ধায় – স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে