লালিত সম্ভ্রম-  বেনজির শিকদারের কবিতা

0
246
Benojir Sikder

লালিত সম্ভ্রম-  বেনজির শিকদার

তোমাকে দেখতে দেখতে—
পাহাড় বেয়ে সমুদ্র হলো—
গত শতাব্দীতে জন্মনেয়া তিন তিনটি ঝর্ণা।
নহলী সূর্যটা হেঁটে যেতে চাইলো আলপথ ধরে;
আদি হতে অন্তহীন!
নগরবাসীরা গলা ছেড়ে ধরলো প্রেমের বাঁশি; মায়াবী বীণ!
অথচ তুমি ফিরেই তাকালে না!

তোমাকে ভাবতে ভাবতে—
সকাল গড়িয়ে দুপুর—
বয়ে গেলো নতজানু ষোড়শী সন্ধ্যা।
বড় বিবমিষায় চুরি হয়ে গেলো আদিবণিকের কথাকল্প।
পৃথিবীও জেনে গেলো মরে যেতে যেতে—
অনন্ত অপেক্ষা; নেকড়ে চাঁদের!
অথচ তুমি জানতেই চাইলে না!

তোমাকে চাইতে চাইতে—
মৃত-ঘাম শুকালো কপালের ভাঁজে—
পুঁইলতার নেতানো যৌবনে কেটে গেলো আলোকবর্ষ মাস!
একদিন দুদিন; পুরোনো মদের মতো গাঢ় হলো—
কঠিন ব্যামোর বাড়ন্ত শরীর!
প্রগতিশীল বুক কেঁপে উঠলো; বাড়লো কষ্টের নীড়!
অথচ তুমি বুঝতেই চাইলে না!

তোমাকে বুঝতে বুঝতে—
ক্ষয় হলো জীবনের গোটা ক্যানভাস—
অনভিযোগ স্তব্ধতায় ফসফরাসের সাগর ডিঙিয়ে;
ভুল পথে হেঁটে গেলো নামহীন অহেতু পথিক।
সরলের গরল পান করে মরে গেলো ছায়া;
হরিণের গলায় আঁটকে গেলো মৃতবাঘের হাড়;
হিসেবের ডালপালায় বীভৎস নাভিশ্বাসী অশরীরীর বাস!

ভ্রান্তি নয় সত্যের বৈজয়ন্তী—
শুধু একবার বললে ভালোবাসি—
হতে পারতো আগুনের গল্প! নীলাভ ভ্রমর!
কিংবা নদী! কিংবা পাহাড়!
হিজলের ফাঁদ হাঙ্গরের দাঁত চিরে—
ভেসে যাওয়া যেত কোজাগরী জোছনায়!
আমার ঈশ্বর সাক্ষী—
সম্ভ্রমে রাখি তোমায়, রাখি জিজীবিষা মায়ায়!

•••লালিত সম্ভ্রম•••
বেনজির শিকদার
এপ্রিল ২০২০, নিউ ইয়র্ক

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের পুলিশের উদ্যোগে ভিডিও প্রদর্শনী ও মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়ায় অতিবর্ষণে ধসে গেলো বাঁশবাড়িয়া দুর্গা মন্দির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে