সিংড়ায় অতিবর্ষণে ধসে গেলো বাঁশবাড়িয়া দুর্গা মন্দির

0
640
singra

রাজু আহমেদ, সিংড়া: নাটোরের সিংড়ায় অতিবর্ষণে ধসে গেছে উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার দুর্গা মন্দির। শনিবার বিকেল ৪ টার দিকে মন্দিরের একাংশ পুকুরে ধসে পড়ে যায়। মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী ভবানী চন্দ্র জানান, ২০০২ সাল থেকে আমরা এখানে পুজা আর্চনা করে আসছি। ২০১০ সালের দিকে অবকাঠামো নির্মান শুরু হয়। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামে হিন্দু সম্প্রদায়ের অর্থায়নে নির্মান হয়। স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের কিছু অনুদান রয়েছে । এ গ্রামে প্রায় ৭০ ঘর পুজা আর্চনা করে আসছেন বলে তিনি জানান। সভাপতি শ্রী নারায়ন চন্দ্র জানান, আমরা খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে এটি নির্মান করেছি। ভেঙ্গে পড়ায় আমাদের অনেক ক্ষতি সাধিত হয়েছে। সরকারী ভাবে সহযোগিতা দরকার। এজন্য তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালিত সম্ভ্রম-  বেনজির শিকদারের কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ত্রাণের দাবিতে ইউএনও কার্য্যালয়ের সামনে অর্ধশত নারী-পুরুষের ভীড়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে