শারদীয় আহবানে -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
255
Aleya Armin Alow

শারদীয় আহবানে

কবি আলেয়া আরমিন আলো

শোবার ঘরে জানালার ওপাশের আকাশটা
নীলসাদার অরূপ স্নিগ্ধতায় একাকার
উত্তরের বারান্দায় সবুজ পাতার বুকে
সোনালি আভায় চিকচিকে রোদ্দুর,
শারদীয় আহবানে বাগানের কোণে
মাতাল সুঘ্রেণে হাসে শিউলি, চাঁপা, মাধবীলতা
মধু অমৃতের তৃষ্ণায় মৌবনে ছুটে যায়
দুরন্ত ভ্রমরের ঝাঁক,
সদ্য মুকুলিত ফুলের কানে কানে
গুঞ্জরণে শোনায় সোহাগি প্রেমের বারতা।
মাতাল হাওয়ায় উতলা পবন বয়ে চলে
উন্মাদ ঘূর্ণিপাকে,
মাঠে ঘাটে নদীপাড়ে সবুজ গুচ্ছের শীর্ষে
থোকায় থোকায় মোলায়েম কাশফুল
ছোঁয়ার সুখে।
বিলের কূলঘেঁষে জলজ কলমির শাখা
তিরতিরে বেড়ে ওঠে পেয়ে নব্য পলির বল,
ভাটার বিলের সবটা জুড়েই যেন
শাপলাপদ্ম খচিত রঙিন ছাপা শাড়ির আঁচল,
ভর দুপুরে বাতাসে মিশে পঁচাপাটের ঘ্রাণ
শালুক পাতার ফাঁকে উঁকি দেয় পানকৌড়ি
শিকারের চেষ্টা তার আপ্রাণ।

২৮-৮-২০২০.

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় আ’লীগের এক গ্রুপের আক্রমনে শফিক সমর্থক আ’লীগ নেতা রক্তাক্ত, আটক-৩
পরবর্তী নিবন্ধআলোকিত হলো লালপুরের পদ্মার দূর্গম চরের ৩৫৪ পরিবার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে