শিশমহল -কবি জয়া ঘোষ‘এর কবিতা

0
188
Jaya Ghosh

শিশমহল

কবি জয়া ঘোষ

দুপাশে বিস্তৃত রেললাইন..
মাঝখানে শুধু অবিরাম ছুটে চলা!
ঠিক ছুটে চলা নয়, জীবনকে তাড়া করে ফেরা..।
দুপাশে বিস্তীর্ণ আগুনের লেলিহান শিখা
বহ্নিশিখার সবটুকু তাপ নিয়ে,
চোরাবালির পরে বিনোদিনীর অগোছালো সংসার।
রাত এলে ঘুম আসে না উন্মাদিনীর চোখে।
অগত্যা ওষুধের দোকানে যায়, ঘুমের সন্ধানে।
ওরা আলগোছে এড়িয়ে যায়! ওর ভয় পায়!
ওরা জানে না যে মেয়েটা –
শিরদাঁড়া সোজা করে, চোখে চোখ রেখে তাঁর
অধিকার চাইতে জানে না,
চৌকাঠ পেরোতে পারে না নগ্নতার নামাবলী উড়িয়ে দিয়ে
সে মেয়েটা আর যাইহোক,
কোনোদিন আগুনে ঝাঁপ দিতে পারবে না।।

Advertisement
উৎসJaya Ghosh
পূর্ববর্তী নিবন্ধনাটোর জয়কালীমাতার মন্দির প্রাঙ্গনে বারঠাকুরের পূজা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসবকিছু ভুলে যেতে নেই -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে