সবকিছু ভুলে যেতে নেই -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

0
161
Aslam Liton

সবকিছু ভুলে যেতে নেই

কবি এম আসলাম লিটন

সময়ের সাথে সাথে কত কিছুই তো ভুলে যাই
শৈশব-কৈশোর যৌবনের পাগলামি
স্কুলে যাওয়ার আগে মায়ের হাতের
আলুভর্তার সাথে ঘি মাখা গরম ভাত: ভুলে গেছি;
নারদের বুকে সেই দূরন্ত ঝাঁপাঝাপি ভুলে গেছি
সুতোকাটা ঘুড়ির পিছে পিছে ছুটে বেড়ানো
অথবা ঝিনুকের মালা দিয়ে কাঁচা আম ছিলে খাওয়া
ভুলে গেছি আজ; ভুলে যেতে হয়!

ভুলের ফড়িঙডানা ফুরফুর উড়ে চলে যায়
ভুলের বাতাসে ওড়া এলোকেশি চুল
অথবা সূর্যের টিপ পরা রাতুল গোধুলি
ভুলে গেছি হায়; ভুলে যেতে হয়!

কতকিছুই তো ধুসর হয়ে আসে; ধুলো জমে
কত কিছুই তো ভুলে যেতে হয়
ভুল মানুষ, ভুল ভাবনা, ভুলের কারিগরি স্কুল
ভুল করে ভুলে যাই মাতাল অতীত!

অথচ দেখ, একচুলও ভুলিনি সেই বেদনার রঙ
চঞ্চল চোখ জুড়ে খুঁজে ফেরা সুখ
তুলতুলে হাতে টানা তুলির আঁচড়
মিটিমিটি হেসে হেসে টেনেছিলে তুমি
বুকের গহীনে পাতা সাদা ক্যানভাসে।

ভুলিনি; সবকিছু ভুলে যেতে নেই!

Advertisement
উৎসAslam Liton
পূর্ববর্তী নিবন্ধশিশমহল -কবি জয়া ঘোষ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসে মানুষ হতে চেয়েছিল -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে