শ্রদ্ধাঞ্জলি

0
246

আখতারুজ্জামান ইলিয়াস-এর প্রয়াণ দিবসে  নাটোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

আখতারুজ্জামান ইলিয়াস বাঙলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক। অকাল প্রয়াত এই লেখক মাত্র ২টি উপন্যাস, উনসত্তরের গণঅভ‌্যুত্থানের প্রেক্ষাপটে ‌’চিলেকোঠার সেপাই’ এবং তেভাগা আন্দোলন ও ভারত ভাগ এর পটভূমিতে ‘খোয়াবনামা’ লিখে বাঙলা উপন্যাসের নতুন ধারার সূচনা করেছেন। বাঙলা সাহিত্যকে উপহার দিয়েছেন নতুন ধরণের কিছু গল্প যা তার ৫টি গল্পগ্রন্থে সংকলিত হয়েছে। লিখেছেন অসাধারণ কয়েকটি প্রবন্ধ যা ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’ নামক গ্রন্থে সংকলিত হয়েছে। লিখেছেন শিশুতোষ গ্রন্থ।

আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বাঙলার ইতিহাস ও রাজনীতির পথ পরিক্রমায় মানুষের অন্তর ও বহির্জগতের এমন নির্মোহ-সত্য কথন, সুক্ষ্ম অন্তর্দৃষ্টি, গভীর রসবোধ এবং অভিনব উপস্থাপনা বাঙলা সাহিত্যে বিরল। তবে লেখক ইলিয়াস নিয়ে যতটা উচ্ছ্বাস প্রকাশ করা হয়, তার সাহিত্য ততটা পঠিত হয়নি। আমরা মনে করি ইলিয়াস অধ্যয়ন ও মূল্যায়ন এই সময়ে খুব জরুরী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে ফেনসিডিলসহ ১৩ মামলার আসামী আটক!
পরবর্তী নিবন্ধনির্বাচনে আইন-শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা- নাটোরে পুলিশ সুপার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে