সিংড়ায় শোলাকুড়া বাঁধ ভেঙে গেলো, ভাঙ্গনের মুখে শত শত পরিবার, ব্যবস্থা নেওয়ার দাবি

0
267

সিংড়া, নাটোর কণ্ঠ:

সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের শোলাকুড়া মহল্লায় বাঁধ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ৩ টি বাড়ি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল, প্রচন্ড ঢেউ আর প্রবল স্রোতে হুমকির মুখে  শতাধিক বাড়ি।
দ্রুত ব্যবস্থা না নিলে নদী গর্ভে বিলীন হবার আশংকা রয়েছে। জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সরেজমিনে অনেকে পরিদর্শন করছে। কিন্তু কার্যকরী পদক্ষেপ কারো নাই।

বিগত সকল দুর্যোগে মানুষ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাইকে পাশে পেয়েছেন, তাঁরই সঠিক নির্দেশনা দরকার।
দুটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় নদীর পানি কমছে।

বর্তমানে জিও ব্যাগ সরবরাহ করে দ্রুত পৌরসভার ভাঙ্গন কবলিত এসব মহল্লাবাসির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

না খেয়ে কেউ মরবে না। আগে মানুষের ঘড়বাড়ি রক্ষা করুন, হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএখন থেকে ফেসবুকে হোম টাউন হিসেবে Natore সিলেক্ট করা যাচ্ছে
পরবর্তী নিবন্ধনাটোরের সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফের ‘মা’ এর আজ মৃত্যুবার্ষিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে