সিংড়া তাজপুর ইউপি ভবন নির্মাণের এক যুগ পেরিয়ে গেলেও নেই কার্যক্রম

0
433

সিংড়া, নাটোর কন্ঠ:

নাটোরের সিংড়ায় ৯নং তাজপুর ইউনিয়নের নিজস্ব ভবন ২০০৭ সালে নির্মাণ করা হলেও আজ পর্যন্ত নেই কোন অফিসিয়ালি কার্যক্রম। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন সাহেব ইচ্ছে মতো দীর্ঘ দিন ধরে অফিসের কাজকর্ম চালিয়ে আসছে সিংড়া পৌরসভার অধিনে পুরাতন একটি ভবনে।

যার কারনে তাজপুর ইউনিয়নবাসীকে অতিরিক্ত অর্থ ব্যায় ও কষ্ট করতে হয়। যেটা কখনও ইউনিয়নবাসী কল্পনা করিনি। তাঁরা জানান দীর্ঘদিন থেকে চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সাহেবকে বিষয়টি অবহিত করলেও কোন রূপ গুরুত্ব দেয়নি। আমরা অতিরিক্ত অর্থ ব্যয় ও কষ্ট হতে রক্ষা পেতে বিষয়টি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয় সুদৃষ্টি কামনা করছি, যাতে আগামী দিনে ইউনিয়নের সকল কার্যক্রম তাজপুরে অবস্থিত নির্ধারিত ইউনিয়ন কাউন্সিল ভবন থেকে পরিচালনা করা হয়। এতে করে ইউনিয়নবাসী খুব সহজেই যাতায়াত করতে পারবে এবং বারতি কোন ঝামেলা পোহাতে হবে না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমাকে আজ, আর কোনও হুমকি দিও না — রহমান হেনরী এর কবিতা
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মত চিকিৎসা শাস্ত্রে এফএসিএস ফেলোশিপ অর্জন নাটোরের ডা. দিবাকরের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে