সিংড়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা 

0
260

নাটোরকণ্ঠ সিংড়া : নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের বিলদহর স্কুল মাঠে রবিবার দুপুরে সিংড়া থানা বিট পুলিশিং আয়োজনে এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মমিন মন্ডল এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সিংড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

সমাজ থেকে মাদক,জুয়া, নারী নির্যাতন,ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করার অঙ্গীকার নিয়ে কাজ করার ঘোষণা দেন।

এসময় সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেছেন, সিংড়া থানাকে অপরাধ ও মাদকমুক্ত ঘোষনা করার প্রত্যেয়ে শুধু পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমাদের জনগণকে শতভাগ সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব। তিনি বলেন, ইতিবাচক ইচ্ছা ও সৎ সাহস থাকলে যেকোন পরিবর্তন আনা সম্ভব আর যদি সেখানে তৃণমূল জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা থাকে তাহলে সেই পরিবর্তন অবশ্যই আসবে যার লক্ষ্যে জনগণের দোড়গোঁড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং বাংলাদেশ পুলিশের একটি যুগোপযোগী পদক্ষেপ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গা পৌর নিবার্চনে মেয়র পদে ৫ প্রার্থী সহ মোট ৫৩ জন মনোনয়ন দাখিল
পরবর্তী নিবন্ধনাটোরে ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে