সিংড়ায় স্মৃতিসৌধে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বিজয়ের শপথ

0
334

নাটোর কন্ঠ  সিংড়া :  শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।

নাটোর জেলার সিংড়া উপজেলা চত্বরে স্মৃতিসৌধের সামনে রবিবার বেলা ৩ ঘটিকায় এ কর্মসূচী পালিত হয়েছে। স্মৃতিসৌধে শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।

বিজয়ের শপথে এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ।

উলে­খ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় গত কয়েক বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এভাবেই সকল মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শণ করে শপথ নিয়েছেন।…..

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চলমান অসঙ্গতি” – ডন শিকদার
পরবর্তী নিবন্ধনাটোরে মেয়রকে কাছে পেয়ে আবেগ আপ্লুত নাগরিকরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে